প্রবাসী ভোটারদের ভোটদান বিষয়ক পদ্ধতি উন্নয়ন
- Hon'ble CA's address to the Nation: 16 December 2024
- Advisory Team for diaspora voting
- Concept Paper of the Workshop
- Concept Paper of the Seminar (ধারনাপত্র)
- Setting the Scene
- Ensuring Inclusive Diaspora Voter Registration for Bangladesh
- IT assisted Postal Voting System: Description, Short
- IT assisted Postal Voting System: PPT
- Diaspora Online Voting System
- Proxy Voting System
প্রবাসী বাংলাদেশীদের নির্বাচনে ভোটদানের বিষয়টি দীর্ঘ প্রত্যাশিত হলেও আজ পর্যন্ত তাদেরকে ভোটের আওতায় আনা সম্ভব হয়নি। বর্তমানে একমাত্র পদ্ধতি তথা পোস্টাল ব্যালট ভোটিং অকার্যকর প্রমাণিত হয়েছে। কারণ প্রাপ্ত সময়ের মধ্যে এই পদ্ধতিতে ভোটগ্রহণ প্রায় অসম্ভব। ফলে আজ পর্যন্ত দেশের বাইরে থেকে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার কোন নজির খুজে পাওয়া যায়নি।
ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পরে মাননীয় প্রধান উপদেষ্টা মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রবাসী ভোটারদের ভোটদানের বিষয় গুরুত্ব আরোপ করেন।
বর্তমান নির্বাচন কমিশনও একই প্রত্যাশা ধারণ করে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের ভোটদানের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দুটি পদ্ধতির প্রস্তাব করেছে ১) তথ্যপ্রযুক্তির সহায়তা সূচক পোস্টাল ভোটিং ব্যবস্থা; ২) অনলাইন ইন্টারনেট ভোটিং ব্যবস্থা। নির্বাচন কমিশন পর্যালোচনা করে উক্ত দুটি পদ্ধতির পাশাপাশি প্রক্সি ভোটিং পদ্ধতিকেও আলোচনায় অন্তর্ভুক্ত করে।
গত ৮ ই এপ্রিল ২০২৫ তারিখে নির্বাচন কমিশনে "Devising Viable Method(s) for Diaspora Voting" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিভিন্ন মন্ত্রণালয়, আন্তর্জাতিক সংস্থা, এনজিও, বেসিস এবং বিভিন্ন সফটওয়্যার প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। একই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল ২০২৫ তারিখে নির্বাচন ভবনে “প্রবাসী ভোটারদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সম্পাদকবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহ, সুশীল সমাজ ও বিভিন্ন প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রবাসী ভোটারদের ভোটদান বিষয়ক পদ্ধতি উন্নয়নের বিভিন্ন তথ্যাদি নিম্নে সংযুক্ত করা হলোঃ